Breaking News
জানুয়ারি ২৩, ২০২৫

আসসালামু আলাইকুম। সুপ্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা নিবেন।

নিজস্ব প্রতিবেদক

আসছে ২২-২৩ ডিসেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএমএসএফের ৮ম শোভাযাত্রা ও মিলনমেলা। সারাদেশের বিএমএসএফপ্রেমী সাংবাদিকদের অংশগ্রহণে নানা আয়োজন সফল করতে আমি সকল পর্যায়ের সম্মানিত সদস্যদের সহযোগিতা কামনা করছি। আগামীকাল ১০ ডিসেম্বর রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত গুগল লিঙ্ক পূরণ করে ফি পাঠাতে পারবেন।

আমরা বিশ্বাস করতে চাই, আপনারা বিএমএসএফের দায়িত্বশীল নেতাকর্মী। আমাদের এ আয়োজন সফল করতে আপনারাই ভুমিকা পালন করতে পারেন।সকলের আন্তরিক সহযোগিতা ছাড়া একটি সুন্দর, সফল এবং জাঁকজমকপূর্ণ আয়োজন সফল করা সম্ভব হবে না। ইতিমধ্যে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র এবং দুটি গেস্ট হাউস আপনাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। আপনার জেলা- উপজেলা কিংবা এলাকা থেকে কতজন অংশগ্রহণ করতে চান তা নিশ্চিত হওয়া জরুরী। আশা করছি, আপনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের দায়িত্বশীল নেতাকর্মী হিসেবে এ কাজে আমাদের সহযোগিতা করবেন। যারা এখনো গুগল লিঙ্কটি পূরণ করেননি তাদেরকে আজ অথবা কালকের মধ্যে অবশ্যই পূরণ করে আমাদের এ আয়োজন সফল করতে উদ্যোগী হবেন। নানা ব্যস্ততায় আমি কিংবা আমাদের উদযাপন কমিটি আপনাদের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করতে পারেননি, তবুও সম্মিলিত গ্রুপে আমরা আমাদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমাদের এ আয়োজনে নানা অসঙ্গতি, ভুল ক্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ২২-২৩ ডিসেম্বরের মিলনমেলা সফল করতে বিনীত অনুরোধ করছি। আপনাদের পদচারণায় আমাদের এ আয়োজন বিগত বছর গুলোর চেয়ে অনেক বেশি সফল এবং জাঁকজমকপূর্ণ হবে।

এই আয়োজনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে। যারা বিএমএসএফের সাথে কেন্দ্রীয় কমিটিতে থাকতে চান তাদের তালিকার কাজ চলমান এবং শেষ পর্যায়ে রয়েছে। ইচ্ছে পোষণ করলে আপনার প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে আমাদের অগ্রযাত্রায় সহযাত্রী হতে পারেন।

গুগল লিঙ্ক

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeWgMFv0Y6rwkGKq1Q3xoKNk7dN_7B2FtMNngp_jWVgPW5LSg/viewform?usp=sf_link

আপনার+ আপনাদের সহযোগিতা কামনা করে করছি। দেখা হবে বিজয় শোভাযাত্রা ও মিলনমেলায় কক্সবাজারে ইনশাআল্লাহ।

আহমেদ আবু জাফর
চেয়ারম্যান
ট্রাস্টি বোর্ড
বিএমএসএফ।
01712306501
৯ ডিসেম্বর ২০২৪।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।