Breaking News
জানুয়ারি ২৩, ২০২৫

জবিস্থ ঢাকা জেলা ছাত্র কল্যাণের নেতৃত্বে শিহাব প্রান্ত – তানভীর

রুদ্র দেব নাথ, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত বৃহত্তর ঢাকা জেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা জেলা ছাত্রকল্যাণ পরিষদের ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহাবুল আলম প্রান্ত কে সভাপতি এবং শাকিল আহমেদ তানভীর কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) ঢাকা জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টাদের স্বাক্ষরে কমিটি ঘোষিত হয়।

নবনির্বাচিত সভাপতি শিহাবুল আলম প্রান্ত ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ তানভীর নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের ১৬ ব্যাচের শিক্ষার্থী। এছাড়া নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন : আদনান রহমান, আহমেদ মাশফিক, আতিক উজ্জামান, মোঃ ফয়সাল আহমেদ, আসিফ আলম।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন: আবু বকর সম্পদ, ইমরান আলী নাবিল, ইয়াসিন আরাফাত, রিয়াজুর রহমান সানোয়ার, তায়েবা আক্তার মিম।

এছাড়াও দপ্তর সম্পাদক হয়েছেন মোহাম্মদ মোস্তাকিম। নবিনিযুক্ত সভাপতি শিহাবুল আলম প্রান্ত বলেন, ঢাকা জেলা ছাত্রকল্যাণ পরিষদ বরাবরই সাধারণ ঢাকাস্থ শিক্ষার্থীদের কল্যাণে নিয়োজিত ছিলো। পূর্বে বিশ্ববিদ্যালয় জেলা ছাত্রকল্যাণ গুলো হয়ে উঠেছিলো জেলাভিত্তিক ছাত্রলীগের কমিটি। বিপ্লব পরবর্তী সময়ে দেশ পুর্নগঠনের মাধ্যমে জেলা ছাত্রকল্যাণ সত্যিকার অর্থেই কল্যাণমূলক অরাজনৈতিক সংগঠন হয়ে উঠবে এই প্রেরণায় আমরা এগিয়ে যাবো।

নবনিযুক্ত সাধারণ সম্পাদক শাকিল আহমেদ তানভীর বলেন, আমি দৃঢ় প্রতিজ্ঞা করছি সকল শিক্ষার্থীদের নিয়ে ঢাকা জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী সদস্যদের দিকনির্দেশনায় এগিয়ে যাবে দৃঢ় প্রত্যয়ে দূর্বার গতিতে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।