গোপাল হালদার, পটুয়াখালী: হেফাজতে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে দারুল উলুম খাদেমুল ইসলাম কওমিয়া মাদরাসা মিলনায়তনে এক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
মাওলানা আবুল কাশেরের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ সানাউল্লাহ মাহমুদী, দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ এবং সহকারী সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে মাওলানা আবুল কাশেমকে সভাপতি এবং মাওলানা আবু সাঈদকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট পটুয়াখালী জেলা কমিটি গঠন করা হয়। নতুন কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে মাওলানা আব্দুল ওয়াহাবকে মনোনীত করা হয়েছে।
নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে আছেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ খাঁন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ, অর্থ সম্পাদক মাওলানা আবু বকর, প্রচার সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, অফিস সম্পাদক নিজামুদ্দিন।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ নতুন কমিটি ঘোষণা করেন।
#