Breaking News
জুলাই ২১, ২০২৫

হায়দারনাশী গ্রামার স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

মুহাম্মদ এমরান
বান্দরবান

লামার ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী গ্রামার স্কুলে অভিভাবক সমাবেশ ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

(২৮ অক্টোবর) সোমবার সকাল ১০ঘটিকার সময় বিদ্যালয়ের হলরুমে উক্ত অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ফরিদুল আলম বাবলু’র সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ এমরান এর সঞ্চালনায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন,বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ মাহবুবা খানম,জন্নাতুল ফেরদৌস,তসলিমা খানম,ক্লিনটন সুশীল,জন্নাতুল নাঈম তাসপি,লতিফা আকতার,মর্জিনা আকতার, হায়দারনাশী মাল্টিমিডিয়া আইসিটি কম্পিউটার একাডেমির মাষ্টার ট্রেইনার,মোঃ গিয়াস উদ্দিন টিটু’সহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অজপাড়া গাঁয়ে অত্যন্ত মনোরম পরিবেশে আলোর প্রত্যাশায় এ শিক্ষাপ্রতিষ্ঠান গড়েছেন।এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করে দেশ ও জাতির জন্য সম্পদে পরিণত করাই আমাদের মূল উদ্যেশ্য। এ উদ্যেশ্য বাস্তবায়ন ও স্বপ্ন পূরণে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ অভিভাবকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ খুবই প্রয়োজন। বক্তারা আরো বলেন, সকলের দায়িত্বশীল ভূমিকা এ প্রতিষ্ঠানটিকে একদিন মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করবে।

সভাপতির বক্তব্যে মোঃ ফরিদুল আলম বাবলু বিদ্যালের বিভিন্ন উন্নয়ন মূলক কথা তুলে ধরেন। এবং অর্ধ বার্ষিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা করেন।

বক্তাদের বক্তব্যের শেষে,বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বিকেএ কতৃক বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ,ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে বিদ্যালয়ের পাঠ্য কার্যক্রম। প্রাথমিক ও নিম্নমাধ্যমিক শ্রেণিতে বর্তমানে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *