Breaking News
জানুয়ারি ২৩, ২০২৫

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বড়লেখা শহর শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল

শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ

ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বড়লেখা শহর শিবিরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বড়লেখা শহর শিবিরের সেক্রেটারি নোমান এর পরিচালনায় ও হুমায়ুন কবির সাজু এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা শিবিরের সেক্রেটারি নিজাম উদ্দিন, শাবিপ্রবি সেক্রেটারি মাসুদ রানা তুহিন, উপজেলা মাদরাসা জোন পরিচালক আব্দুল ওয়াহিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বড়লেখা শহর শিবির সেক্রেটারি নোমান আহমদ, স্কুল কার্যক্রম সম্পাদক কলিম উদ্দিন প্রমূখ।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল ক্ষমতার লোভে কতটা নিষ্ঠুর হতে পারে তার জ্বলন্ত উদাহরণ ২০০৬ সালের ২৮শে অক্টোবর। সেদিন লগি-বৈঠা নিয়ে মানুষ হত্যার প্রতিযোগিতায় নেমেছিলো আওয়ামী সন্ত্রাসীরা। রক্তাক্ত লাশ নিয়ে টানাহেঁচড়া, লাশের ওপর নৃত্য করে মানবজাতির ইতিহাসকে কলংকিত করেছিলো তারা। জনগণের কাছে হিংস্রতা ও বর্বরতার প্রতীক হয়ে উঠা রক্তপিপাসু আওয়ামী লীগ ঘৃনিত ধারা অব্যাহত রেখেছিলো।

তিনি আরো বলেন, আওয়ামী অপশক্তি বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনকে নির্মূল করার অপচেষ্টা করেছিলো। কিন্তু ইসলামী আন্দোলনের কর্মীদের ইস্পাত কঠিন দৃঢ়তা বাতিলের সে চেষ্টা বুমেরাং করেছে। ২৮শে অক্টোবরের শহীদদের হাজারো সাথী তাদের স্বপ্ন পূরণের শপথ নিয়েছে। শহীদের রক্তাক্ত দেহগুলো আমাদের ভীত করে না। বরং আমরা অনুপ্রেরণা নিয়ে প্রতি ফোটা রক্তের বদলা নিতে আমরা শপথবদ্ধ হই। কোরআনের সমাজ বিনির্মাণ করার মধ্য দিয়ে শহীদদের প্রতিফোটা রক্তের বদলা চূড়ান্ত ভাবে নেয়া হবে ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।