Breaking News
জুলাই ২২, ২০২৫

বড়লেখা মহানবী (সা:) ও উম্মুল মু’মিনীন (রা:) নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে “বড়লেখা মুসলিম প্ল্যাটফর্ম”

শাহরিয়ার শাকিল বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ২নং দাসের বাজার ইউনিয়নের গোবিন্দপুর এলাকার অভ্র দাস (২৫) নামের এক হিন্দু যুবক ফেসবুক বিতর্কে মহানবী (সা:) ও উম্মুল মু’মিনীন আয়শা (রা:) এবং হিজাব পরা মেয়েদের নিয়ে অশালীন ও কটূক্তিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে “বড়লেখা মুসলিম প্ল্যাটফর্ম”।

উল্লেখ্য, বড়লেখার দাসের বাজার ইউনিয়নের গোবিন্দপুর এলাকার অভ্র দাস (২৫) ফেসবুক বিতর্কে মহানবী (সা:) ও উম্মুল মু’মিনীন আয়শা (রা:) এবং হিজাব পরা মেয়েদের নিয়ে অশালীন ও কটূক্তিপূর্ণ মন্তব্য করেছে তা চরম ধৃষ্টতাপূর্ণ। এবং তাঁকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে ও সঠিক তথ্য দেওয়ার পরেও বিচার না করে আবার তাঁর পিতার কাছে নিরাপত্তা দিয়ে ফিরিয়ে দেওয়াতে আমাদের এবং সারাদেশের মুসলমানদের হৃদয়ে আঘাত করা হয়েছে। তা অত্যন্ত দুঃখজনক।
অভ্র দাসের বিরুদ্ধে অভিযুক্ত সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা ও যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে তাঁকে তাঁর পিতার কাছে নিরাপত্তা দিয়ে পৌঁছে দেওয়াতে সারাদেশের মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত করা হয়েছে। এর-ই প্রতিবাদে সর্বস্তরের মুসলিম জনতাকে নিয়ে বিক্ষোভ মিছিল করেছে “বড়লেখা মুসলিম প্ল্যাটফর্ম”।

উক্ত বিক্ষোভ মিছিল থেকে প্রশাসনকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে ২৪ ঘন্টার মধ্যে অভ্র দাস (২৫) কে অবিলম্বে আইনের আওতায় এনে অভিযুক্ত সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং তাঁর বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় প্রশাসন স্পষ্ট ভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিতর্কে এসে বিবৃতি দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *