Breaking News
জুলাই ২২, ২০২৫

চরমোনাই শায়েখদ্বয় রহমাতুল্লাহ সহ জামিয়া থেকে যাদেরকে হারিয়েছে, তাদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা।

চরমোনাই প্রতিনিধি হাফেজ সানাউল্লাহ

আজ ১৮ই অক্টোবর, সকাল ৮ ঘটিকা থেকে চরমোনাই মাদ্রাসার অডিটোরিয়াম এ মরহুমদের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় চরমোনাই এর শায়েখ রহমাতুল্লাহ সহ জামিয়ার ভিতরে কওমি শাখা, কেরাতুল কুরআন আম শাখার, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড এবং আলিয়া শাখার
শিক্ষকসহ যাদেরকে হারিয়েছে তাদের সংক্ষিপ্ত জীবনী আলোচনা করা হয় ।
বিভিন্ন জন আলেম বিভিন্ন ভাবে তাদের জীবনি তুলে ধরেন এবং সবার জন্য দোয়া করেন। চরমোনাই আলিয়া এবং কওমীয়া শাখার ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরাও আলোচনা সভায় উপস্থিত ছিলেন এবং আলোচনা করেন। সবার জন্য দোয়ার দরখাস্ত রাখেন। এই আলোচনা সভার আয়োজন করেন সাবেক ” বাংলা বিভাগ প্ল্যাটফর্মে ছাত্ররা” । সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন “মুফতি সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের” সাহেবজাদা- পীর সাহেব চরমোনাই রহমাতুল্লাহি আলাইহি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাদের দাঃ বাঃ, নাজিমে তালিমাত কওমীয়া শাখা। আরো বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব উপাধ্যক্ষ চরমোনাই আলিয়া শাখা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাওলানা আবু বক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক বাংলা বিভাগ। শেষে, মোনাজাতের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *