Breaking News
জানুয়ারি ২৩, ২০২৫

গাইবান্ধা বালাসি ঘাট নৌবন্দরে আয়োজন করা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

মো:জাহিদুল ইসলাম প্রতিনিধি গাইবান্ধা

গাইবান্ধা জেলা বালাসি ঘাট নৌবন্দরে নৌকা বাইচ খেলা দেখার জন্য মানুষের উচ্চে পড়া ভিড় ।শুক্রবার বালাশি ঘাটের পাড়ে হাজার হাজার মানুষ উৎসবে মেতে ওঠে,এই নৌকা বাইচ দেখার জন্য, ছোট বড় মিলে প্রায় ১০ থেকে ১৫ টা নৌকা খেলায় অংশগ্রহণ করেন। বছর ঘিরে আবারো বালাসি ঘাটে মাঝিদের বইটার শব্দে উৎসব মুখোর পরিবেশে এই নৌকা বাইচ খেলা আয়োজনে লাখো মানুষের ভিড়।হারিয়ে যাওয়া এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলার আয়োজন করে একদল যুব সমাজ, মাঝিদের একত্র জয়ের ধ্বনিতে ও গানের তালে তালে ও ঝাঁকে ঝাঁকে বইটার টানে অন্য সব নৌকাকে পেছনে ফেলে নিজেদের নৌকাকে সবার আগে নিয়ে যাওয়ার চেষ্টা। বলা হচ্ছে নৌকা বাইচের কথা, বর্তমান এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ হারিয়ে যেতে বসেছে, এক সময় নদীমাতৃক এদেশের নৌকাবাইচ ছিল নদী পাড়ের মানুষের প্রধান উৎসব তাই তো বছরের শেষে শ্রাবণ ভাদ্র মাসে এই উৎসব পালিত হতো। এই ঐতিহ্য ধরে রাখতে গাইবান্ধা বালাসী ঘাটের যুব সমাজ আয়োজন করেন।বালাসি ঘাটে এর আগে কখনো এত বড় আয়োজন হয়নি। তাদের রং বে রংগের বাহাড়ি পোশাক পড়েও সুসজ্জিত নৌকা সাজিয়ে প্রতিযোগিতায় হাজির হন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।