আগামী শুক্রবার (১৮ অক্টোবর) দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে গ্রামীণ পটভূমিতে নির্মিত দ্বীন ইসলাম পরিচালিত নবাগতা কান্তা নূর অভিনীত চলচ্চিত্র ‘চরিত্র’। চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।
কান্তা নূর ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, দ্বীন ভাই, গুলশান আরা পপি, সমু চৌধুরী, সম্পা নিজাম, বড়দা মিঠু, ফারুক আহমেদ, আমির সিরাজী, মিষ্টি মারিয়া, ফরহাদ হোসেন প্রমুখ।
‘চরিত্র’ চলচ্চিত্রে গান রয়েছে ৩টি, গান গুলোতে কন্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু, রিংকু ও চঞ্চল। সংগীত পরিচালনা করেছেন বেলাল হোসেন চঞ্চল, পূর্ণ মিলন। আবহ সংগীত করেছেন আশ্রাফুল।
ছবিটি নিয়ে নবাগতা অভিনেত্রী কান্তা নূর বলেন, “ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি একটা আগ্রহ ছিলো, প্রথমবার আমাকে বড়পর্দায় দেখা যাবে এটা আমার কাছে স্বপ্নের মত লাগছে। ‘চরিত্র’ ছবিটি আমার প্রথম ছবি, আশাকরি সবার ভালো লাগবে। আমার অভিনীত আরেকটি সিনেমা এস এম শফিউল আযম পরিচালিত ‘উদীয়মান সূর্য্য’ মুক্তির অপেক্ষায়।”
চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা দ্বীন ইসলাম বলেন, “আমাদের দেশীয় মৌলিক গল্পের চলচ্চিত্র ‘চরিত্র’। আবহমান গ্রামবাংলা ও সমাজের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে আমাদের এ সিনেমাটিতে। যারা গ্রামীণ ও পারিবারিক গল্প পছন্দ করেন আশাকরি তাদের সিনেমাটি ভালো লাগবে।”
উল্লেখ্য, নির্মাতা দ্বীন ইসলাম এর আগে ‘ট্র্যাপ’ নামে আরো একটি চলচ্চিত্র নির্মাণ করেন, এতে অভিনয় করেছেন অপু বিশ্বাস, জয় চৌধুরী, বড়দা মিঠু প্রমুখ।