মোঃ মাইনুল ইসলাম,
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত , সর্বদা গুরুত্বপূর্ণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ১৫ অক্টোবর বুধবার সকালে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা সহ একটি বর্ণাঢ্য রেলি বের হয় ।
জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুড়িগ্রামের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদরুজ্জামান রিশাদ , প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কুড়িগ্রামের কন্সালটেন্ট ডাঃ মোঃ আরিফুর রহমান, মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাজমুল হাসান সিদ্দিকী, প্রোগ্রাম কোঅর্ডিনেটর হাসিমুল হাসান, সহকারী প্রোগ্রাম কোঅর্ডিনেটর অরবিন্দু রায়,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ হারুনুর রশিদ , ইস্টিমেটার মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ ।