পাবনা প্রতিনিধি : "স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ"প্রতিপাদ্যকে সামনে রেখে,উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে,বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, হাত ধোয়ার প্রচার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে হাত ধোয়া প্রচার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,
উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী মনিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নুর কাজমীর জামান খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হাসান, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের কি ভাবে নিজের হাত ধোয়া ও সুন্দর করে পরিস্কার এবং জীবাণু মুক্ত করতে হয় তা শিখানো হয়।