Breaking News
জুলাই ২২, ২০২৫

সাপাহার সীমান্ত বিজিবি কতৃক বিভিন্ন পুজা মন্ডপ নিরাপত্তা দায়িত্ব পালন

নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর সাপাহার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন আবিদা সিফাত সহকারী কমিশনার (ভূমি) তিনি গতকাল শনিবার আইহাই ইউপির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। তিনি পূজা মন্ডপ গুলির সার্বিক কর্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এসময় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি,পুলিশ, আনসার,গ্রাম পুলিশ, ফায়ার সার্ভিস সহ সকল বাহিনী সজাগ আছেন, হিন্দু সনাতনধর্মালম্বীর লোকজনের ভালভাবে পূজা উদ্যাপনের জন্য নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন সহ একজন ট্যাগ অফিসার রয়েছেন,সার্বিক পরিস্থিত পর্যবেক্ষন ও নিয়মিত পূজা মন্ডপ এলাকা পরিদর্শন করছেন। এর মধ্যে কেউ কোন বিশৃংখলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি বামনপাড়া ক্যাম কমান্ডার সুবেদার মোঃশেখ শহিদুল ইসলাম বলেন আইহাই বাসুদেব বাড়ী দুর্গা মন্দির এবং কল্যাণপুর দুর্গা মন্দিরের  পূজামন্ডপের নিরাপত্তার দায়িত্বে পালন করছি,শারদীয় দুর্গাপূজা শুরু থেকে বিভিন্ন পূজামন্ডপের নিরাপত্তার দায়িত্ব থেকে বিভিন্ন মন্ডপ পাহারা দিছি। যার  ফলে এ পর্যন্ত কোন অপৃতিকর ঘটনা নাই তবে আমরা শতর্ক রয়েছি বলে জানান, সনাতন ধর্মালম্বীদের পূজা শেষ না হওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন বলে সাংবাদিকদের জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *