Breaking News
জানুয়ারি ২২, ২০২৫

বিএসএফকে দুর্গাপূজা উপলক্ষে ১৬ বিজিবি মিষ্টি দিয়ে শুভেচ্ছা

নাহিদ পোরশা (নওগাঁ)প্রতিনিধিঃ

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁ জেলার সাপাহার উপজেলা বামনপাড়া  সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ নওগাঁ ব্যাটালিয়ন ১৬ (বিজিবি)।

নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি’র সিও লেঃ কর্ণেল মুহম্মদ সাদিকুর রহমান পিপিএম. পিএসসি আদেশক্রমে শনিবার (১২অক্টোবর) দুপুরে বামন পাড়া সীমান্তে শূন্যরেখায় দুই বাহিনীর মধ্যে এ শুভেচ্ছা বিনিময় হয়।

এ সময় ভারত১৬৪ বিএসএফ  ব্যাটালিয়নের  ছত্রাহাটি ক্যাম্প কমান্ডার এস আই বীর বন সিং এর হাতে মিষ্টি তুলে দেন বামনপাড়া ক্যাম কম্যান্ডার সুবেঃ মোঃ শেখ শহিদুল

বামনপাড়া ক্যাম কম্যান্ডার সুবেঃ মোঃ শেখ শহিদুল সাংবাদিকদের জানান, বিভিন্ন দিবস ও উৎসবগুলোতে আমরা দুই বাহিনী একে অপরে মাঝে এ ধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকের এই মিষ্টি বিনিময়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।