শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের শাহাবাজপুর ঝিঙালা চা বাগানের পূজামান্ডপ ও ছন্ডিনগর পূজা মান্ডপ,ঘোলসা পূজামান্ডপ পরিদর্শন করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও আগামীর চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জব্বার।
এ সময় উপস্থিত ছিলেন পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ উদ্দিন ,শাহাবাজপুর ঝিঙালা চা বাগানের পূজা কমিটির সভাপতি মেগনাথ,সাধারণ সম্পাদক দয়াময় বিশ্বাস, আনন্দ রিংমন, ও বাগানের ম্যানেজার ও অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় শারদীয় দুর্গাউৎসব উপলক্ষেএবং পূজা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা চেয়ারম্যান কে ফুলের উষ্ণ অভ্যর্থনা দিয়ে স্বাগত জানায়। পরবর্তীতে পূজার
খুঁজ-খবর ও বিভিন্ন বিষয় নিয়ে পূজা-উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যদের সাথে আলোচনা সভা করেন,এতে সকল ধরনের সহযোগিতা ও সবসময় পাশে থাকার আশ্বস্ত প্রদান করেন।