Breaking News
জানুয়ারি ২৩, ২০২৫

বড়লেখায় জাগরণীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২য় ধাপে আর্থিক অনুদান প্রদান

শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুপরিচিত সামাজিক সংগঠন জাগরণী ইসলামি তরুণ সংঘের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের মাস ব্যাপী কমসুচির অংশ হিসেবে মোহাম্মদ নগর গ্রামের ক্যান্সার আক্রান্ত একজন রোগী কে ২য় ধাপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার(১১) অক্টোবর রাত ৮ ঘটিকার সময় সংগঠনের স্থানীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় সভাপতি শাহরিয়ার শাকিল এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাগরণীর উপদেষ্টা সৈয়দা মোকাম ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা কবির হোসেন,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাগরণীর উপদেষ্টা আব্দুল লতিফ, উপদেষ্টা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ফয়সাল আহমদ, সংগঠনের সহ-সভাপতি ছাদিকুর রহমান শুভাকাঙ্ক্ষী মাছুম আহমদ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক রাসেদ আহমদ, মিডিয়া সম্পাদক আলী হাসান,সমাজ কল্যাণ সম্পাদক সাকিব আহমদ সহ অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীবৃন্দগন।

অনুষ্ঠানে বক্তারা বলেন জাগরণী প্রতিষ্ঠিত হবার পর থেকে সকল ধরনের সামাজিক ও মানবিক কাজে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে যার জন্য প্রশংসার দাবি রাখে। ধরি ধারাবাহিকতা অনুযায়ী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাস ব্যাপী কমসুচির অংশ হিসেবে ২য় ধাপে একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এবং এই ধারাবাহিকতা সবসময় অব্যাহত আছে এবং থাকবে এমনটি প্রত্যাশা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।