Breaking News
জুলাই ২২, ২০২৫

মাদককে না বলুন যুব সমাজ কে রক্ষা করুন

পটুয়াখালী প্রতিনিধি

মাদক ব্যবসায়ী যেখানে প্রতিরোধ হবে সেখানে এমন স্লোগানে আজ ০৪ অক্টোবর রোজ শুক্রবার জোহরের
নামাজের শেষে। পটুয়াখালীর সদর উপজেলার পূর্ব হেতালিয়া ৩ নং ওয়ার্ড সুলিজ ঘাট
এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী । অত্র এলাকার ভিতরে মাদক বিক্রয় ও সেবন করা যাবে না।এমন দাবি জানান এলাকাবাসি।যেখানে দেখা যাবে সেখানে প্রতিরোধ করা হবে।
প্রতিনিয়াত মাদক সেবন ও বেচা বেরেই চলছে।এই মাদক সেবনকারীদের কারনে এলাকাবাসী শান্তিতে বসবাস করতে পারছেনা এবং দিনদিন বসবাসের অনুপযোগী হয়ে উঠছে।এলাকায় রয়েছে একাটি মহিলা মাদ্রাসা ও একটি পুরুষ মাদরাসা এবং মসজিদ সহ রয়েছে একটি সামাজিক সংগঠন। এদের কারনে
মাদ্রাসার ছাত্র ছাত্রীদের পড়া লেখায় সমস্যা হচ্ছে এবং এলাকার ভারসাম্ম নস্ট হচ্ছে এমনটাই দাবি করেন একাবাসি। এলাকাবাসীর দাবি প্রশাসন যেন এদিকে নজর রাখে তরুণ প্রজন্ম যেন ভালোভাবে বেড়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *