রিপোর্টর: এমরান হোসেন সোহাগ।
গতকাল বিকেলে নোয়াখালীর চাটখিল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী। থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাগণ নবাগত ও চাটখিল উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এলাকাবাসী প্রত্যাশা করেছেন পুলিশ প্রশাসনের হারানো গৌরব পুনরুদ্ধার নতুন প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ইতিপূর্বে ফিরোজ আহমেদ চৌধুরী পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিআইবি) নোয়াখালীর পুলিশ ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ডঃ মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বাধীন অন্তবর্তী কালীন সরকার পুলিশ প্রশাসন সহ রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনকে ঢেলে সাজানোর কার্যক্রম অব্যাহত রেখেছেন, ইতিমধ্যে নোয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলি করে নতুনদের পদায়ন করা হয়েছে। এরই অংশ হিসেবে প্রশাসনের মাঠ পর্যায়ও চলছে নতুন পদায়ন কার্যক্রম। উপজেলা বাসি আশাবাদী নতুন ওসির আগমনের মাধ্যমে উপজেলার সন্ত্রাস,মাদক সহ সকল অরাজকতা দুর হবে।