শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুপরিচিত সামাজিক সংগঠন
জাগরণীর ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীউপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও মাস ব্যাপী কর্মসুচির অংশ হিসেবে প্রথম ধাপে পূর্ব মোহাম্মদ নগর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১অক্টোবর) বেলা ২ ঘটিকার সময় পূর্ব মোহাম্মদ নগর নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এর পরিচালনায় মাদ্রাসার সহকারী শিক্ষক জাবের আহমদের কুরআন তিলাওয়াত ও মাদ্রাসা সভাপতি নুর উদ্দিন বলাই মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিম ফোর কভিড ডেথ বড়লেখা ও জুড়ীর প্রতিষ্ঠাতা সভাপতি সাহাব উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূর্ব মোহাম্মদ নগর নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শিহাব উদ্দিন শিবলী। বক্তব্য রাখেন জাগরণী ইসলামি তরুণ সংঘের সভাপতি সাংবাদিক শাহরিয়ার শাকিল, অফিস সম্পাদক মামুন সরকার,কুদরত আহমত,তারেক আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের ভুয়সী প্রশংসা করে বলেন,জাগরণী ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে ২০২৪ সাল প্রায় ১৬বছর অতিক্রম করেছে। এই ১৬ বছরে সংগঠনটি সতঃস্ফুত ভাবে সামাজিক কাজ করেছে।করোনাকালীন সময়, বন্যা কালীন সময়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। কখনো আর্থিক অনুদান প্রদান, রাস্তায় লাইটিং, ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন, গরীব মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ, বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, তারুন্যের অভিযাত্রা নামাক একটি ম্যাগাজিন প্রকাশিত সহ সকল ধরণের সামাজিক উন্নয়ন মূলক কাজ করায় উপজেলার মধ্যে বেশ প্রশংসার দাবি রেখেছে।এই রকম কাজ অব্যাহত আছে এবং থাকবে এমনটি প্রত্যাশা।
এদিকে সংস্থার সভাপতি শাহরিয়ার শাকিল বলেন, জাগরণী এখন পর্যন্ত যে সকল সামাজিক উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন করতে পেরেছে এতে প্রবাসীদের অবদান সবচেয়ে বেশি, তাই সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞ।তিনি আরো বলেন, আমাদের প্রত্যেকটা প্রবাসী এক একটা মোমবাতির মতন।মোমবাতি যেমন নিজে জলে অন্যকে আলোকিত করে থাকে, ঠিক তেমনি প্রবাসীরা নিজে জলে কষ্ট করে দেশের মানুষ কে আলো দিয়ে থাকে। তাই তাদের প্রতি আমাদের দোয়া ও ভালোবাসা অফুরন্ত রইলো।
পরিশেষে জাগরণীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাস ব্যাপী কর্মসুচির অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে একটি আর্থিক অনুদান অত্র মাদ্রাসার সভাপতি ও প্রধান শিক্ষকের নিকট প্রদান করা হয়েছে।
এবং মাস ব্যাপী কর্মসুচির ধারাবাহিকতা অবহ্যাত থাকবে বলে আশ্বস্ত করেন।পরবর্তীতে মাওলানা শিহাব উদ্দিন শিবলীর মোনাজাতের মাধ্যমে প্রথম ধাপের অনুষ্ঠানের সমাপ্তি করা হয়েছে।