মো:জাহিদুল ইসলাম।
প্রতিনিধি গাইবান্ধা।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নেশা জাতীয় ৭২০ পিস ইনজেকশন জব্দ করেছে র্যাব। মাহবুব আলম (৫৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (১ অক্টোবর) সিনিয়র সহকারী পুলিশ সুপার নূর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতার মাহবুব আলম দিনাজপুরের হাকিমপুর থানাধীন রায়ভাগ গ্রামের গিয়াস উদ্দিন মুন্সির ছেলে। জানা যায়, গতকাল সোমবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, রংপুরের একটি অভিযানিক দল গাইবান্ধার গোবিন্দগঞ্জ চারমাথার মোড়ে নূরজাহান কমপ্লেক্সের ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের সামনে মহাসড়কের ওপর অভিযান পরিচালনা করে। এসময় নেশা জাতীয় অবৈধ ৭২০ পিস ইনজেকশনসহ মাহবুব আলমকে গ্রেফতার করা হয়।গাইবান্ধা সিনিয়র সহকারী পুলিশ সুপার নূর আলম বলেন, উক্ত ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আসামি মাহবুব আলমকে এ থানা হস্তান্তর করা হয়।