Breaking News
জানুয়ারি ২৩, ২০২৫

গাইবান্ধার সাবেক এমপি মাহাবুব আরা গিনি গ্রেফতার।

মো:জাহিদুল ইসলাম
প্রতিনিধি গাইবান্ধা।

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে ঢাকা মহানগর পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে।
সোমবার মধ্যরাতে তাকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাইবান্ধা-২ (সদর) এর সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। কিন্তু কোন মামলায় গ্রেফতার করা হয়েছে এটা এখনো জানা যাইনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।