Breaking News
এপ্রিল ২০, ২০২৫

মোবাইল আসক্তি কমাতে পটুয়াখালীতে নিরবে বইপড়া কর্মসূচীর সূচনা

স্টাফ রিপোর্টার বাহাদুর আবির

তরুণ প্রজন্মদের মোবাইলসহ বিভিন্ন ডিভাইস প্রীতি কমিয়ে বইমুখী করে তোলার লক্ষ্যে পটুয়াখালীতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বই প্রেমীদের সংগঠন ‘বাংলাদেশ রিডস’। এতে তরুণ-তরুণীরা বিনা খরচে উন্মুক্ত পরিবেশে বই পড়ার সুযোগ পাবে।

কর্মসূচি অনুযায়ী শহরের শহীদ মিনার চত্ত্বরে ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টার দিকে প্রথম বই পড়া কার্যক্রম শুরু হয়। এ সময় অন্তত ২৫ জন তরুণ-তরুণীরা নীরবে বই পড়া কর্মসূচিতে অংশ নেন। বই পড়ার কার্যক্রমটি চলে সন্ধা ৬ টা পর্যন্ত।

বইপড়ার এমন উদ্যোগের বিষয়ে আলাপ হয় বাংলাদেশ রিডস এর বরিশাল বিভাগীয় প্রতিনিধি কবি রুদ্র শামীম এর সঙ্গে, জানালেন বিগত কয়েক বছর ধরেই এ ধরণের বই পড়া কর্মসূচি চালাচ্ছে তারা। ভবিষ্যতে বাংলাদেশব্যাপী এ কার্যক্রম চালানোর কথাও বলেন তিনি।

আয়োজক সদস্য নুসরাত জাহান উষ্মিতা বলেন, এখনকার তরুণ বয়সের বিশেষ করে শিক্ষার্থীদের ডিভাইস প্রীতি বেশি। তারা বই পড়তে চায় না। আবার সবার মাঝে ব্যস্ততাও বেশি। ভাবলাম এমন কিছু করা যায় কিনা, যেখানে বইয়ের সঙ্গে তাদের ভালোবাসা তৈরি হবে।

‘কর্মসূচিতে আমরা নিজেদের সংগ্রহে থাকা বইগুলো নিয়ে এসেছি। এ ছাড়া যারা আসবেন তারাও নিজেদের বই আনতে পারেন। এতে একে অপরের বই শেয়ার করে পড়তে পারবে সবাই।’

আরেক আয়োজক কাওসার বলেন, আমরা ধীরে ধীরে প্রতি সপ্তাহের শুক্রবার করে বইপড়া কর্মসূচির আয়োজন করবো। তবে শুরুতে আমরা প্রতি মাসের একটি শুক্রবার করে দিন নির্ধারণ করেছি। ওই দিন বিকেল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত থাকবো। প্রথম দিন হিসেবে আমরা ভালো সাড়াও পেয়েছি। শিক্ষার্থীরা ছাড়া বিভিন্ন বয়সের লোকজন এসেছিলেন বই পড়তে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।