বড়লেখা প্রতিনিধি শাহরিয়ার শাকিলের
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকার সময় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের সুজাউল সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরেবাংলা নগর থানা ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মাওলানা আমিনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ঝিঙাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাও হাফিজুর রহমান, ও বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমদাদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর বড়লেখা উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ সুমন,বড়লেখা পেশাজীবি ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল মুয়াইমিন, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের বড়লেখা উপজেলা শাখার সভাপতি,হুমায়ুন কবির সাজু,ছাত্র নেতা কাউছার আহমদ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ক্বারি আব্দুল হাই। এবং ইসলামিক সংগীত পরিবেশন করেন বড়লেখা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ ও মৌলভীবাজার জলপ্রপাত শিল্পীগোষ্ঠীর সদস্যবৃন্দগন।