Breaking News
এপ্রিল ২০, ২০২৫

পটুয়াখালীতে নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

সোহাইব মাকসুদ নুরনবী:

পটুয়াখালীতে নদী থেকে একটি ভাসমাম লাশ উদ্ধার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।

আজ সকালে সদর উপজেলারj মাদারবুনিয়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের গুলিশাখালী নদীতে লাশটিকে ভাসমান অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরবর্তীতে থানা পুলিশকে বিষয়টি জানানো হলে তারা লাশটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।

ভাসমান ওই লাশটি আঃ মন্নান কাজী নামের এক ব্যক্তির মর্মে সনাক্ত করেছেন তার স্বজনরা! নিহত মন্নান কাজী পার্শ্ববর্তী বড়বিঘাই ইউনিয়নের সি-কেওয়াবুনিয়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, গতকাল সকালে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন মন্নান। এরপরে ফায়ার সার্ভিসের সহযোগীতায় অনেক খোঁজাখুজির পরেও পাওয়া যায়নি তাকে। অবশেষে আজ সকালে তার মৃত দেহটি নদীতে ভাসমান অবস্থায় দেখতে পান কুড়ালিয়া গ্রামের বাসিন্দারা!

এ ঘটনায় নিহতের পরিবারে বইছে শোকের মাতম!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।