Breaking News
জানুয়ারি ২৩, ২০২৫

কাঠালিয়া এই প্রথম জলবায়ু পরিবর্তন রোধে ভ্রাতৃত্বের বন্ধন এর উদ্যোগে জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত।

ঝালকাঠি, মোঃ জাহিদ,

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এই প্রথমবারের মত ভ্রাতৃত্বের বন্ধন যুব ও ক্রীড়া সংস্থার উদ্যোগে একটি বিশেষ জলবায়ু স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে। কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে শহিদ মিনার চত্বরে-এ অনুষ্ঠিত এই স্ট্রাইকে শতাধিক পরিবেশ সচেতন মানুষ এবং তরুণেরা অংশগ্রহণ করেন।

স্ট্রাইকের মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এবং বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা। অংশগ্রহণকারীরা কার্বন নিঃসরণ কমানোর দাবিতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

এ সময় ভ্রাতৃত্বের বন্ধন সমাজকল্যাণ যুব ও ক্রীড়া সংস্থা (VBS) পরিচালক   মো: ইমরান হোসেন  বলেন, “জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। আমরা চাই সরকার ও সাধারণ জনগণ একসাথে এসে জলবায়ুর বিরুদ্ধে লড়াই করুক এবং টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাক।”

দাবি ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সাংগাঠনিক সম্পাদক মো: সাজিদ মাহমুদ এই স্ট্রাইকে সংগঠনের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—নতুন গাছ লাগানো, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধি, এবং শিল্প কারখানার অতিরিক্ত কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ। পরিবেশ ক্ষতি করাক সকল বর্জ/ প্লাস্টিক দ্রব্য ব্যাবহার কমিয়ে পরিবেশ বান্ধব দ্রব্য ব্যাবহার করতে হবে।  তিনি আরো জানান আমাদের সংস্থাটি ২০২০ সাল থেকে পরিবেশ ও জলবায়ু, সামাজিক উন্নয়ন মূলক এবং শিক্ষা মূলক ক্যাম্পেইন পরিচালনা করে আসছি এবং  ভবিষ্যতে নিয়মিত জলবায়ু সচেতনতা কর্মসূচি আয়োজন করবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।