Breaking News
জুলাই ২৩, ২০২৫

বড়লেখায় তীব্র তাপদাহের মাঝেও নিসচার উদ্যোগে ট্রাফিক নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচ) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় পৌর শহরে শিক্ষার্থীদের মানববন্ধনের সময় যানজটের সৃষ্টি হয়। এসময় তাৎক্ষণিক নিসচা বড়লেখা উপজেলা শাখার দপ্তর সম্পাদক এনাম উদ্দিনের পরিচালনায় ট্রাফিকের দায়িত্ব পালন করে নিসচার অন্যান্য নেতৃবৃন্দ।

তীব্র তাপদাহের মাঝে নিসচা’র এই কার্যক্রমের প্রতি সাধুবাদ জানিয়ে শিক্ষার্থী ও জনসাধারণ বলেন, নিসচা সার্বক্ষণিক জনস্বার্থে কাজ করে যাচ্ছে। যে কোনো সময় অতন্দ্র প্রহরী হয়ে মানুষের কল্যাণে নিবেদিত কার্যক্রম অব্যাহত রেখেছে। ইতিমধ্যে তারা গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। নিসচার সকল কার্যক্রমের প্রতি আমরা সাধুবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *