Breaking News
জানুয়ারি ২৩, ২০২৫

ঝালকাঠি’র নথুল্লাবাদে এলাকাবাসীর উদ্যোগে রাস্তা সংস্কার।

প্রতিনিধি: মোঃ জাহিদ, ঝালকাঠি

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের হরিপয়সা গ্রামের বায়তুল নূর জামে মসজিদ সংলগ্ন রাস্তাটিতে অল্প বৃষ্টি হলেই কাদা-পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে যায়।ফলে দুর্ভোগে পড়ে এলাকবাসী ও যান চালকরা।

সরেজমিনে গিয়ে জানা যায়এলাকার কয়েক হাজার কৃষক তাদের কৃষিপণ্য নিয়ে পড়েন চরম বিপাকে, ২কিলোমিটারের এই রাস্তা দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী হয়ে পরে। ফলে রাস্তায় চলাচলকারী ৮গ্রামের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। স্কুল-কলেজ ও মাদ্রারাসাগামী শিক্ষার্থীরাও এতোদিন এই রাস্তায় দুর্ভোগ নিয়ে যাতায়াত করেছে।

স্থানীয় যুবক মোঃ মতিন তালুকদার জানান এলাকবাসী এর প্রতিকার চেয়ে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তাটি পাকা করার দাবিতে লিখিত ও মৌখিক আবেদন করেও সাড়া পায়নি তাই নিজেরাই উদ্যোগ নিয়ে স্বেচ্ছাশ্রমে গুরুত্বপূর্ণ সড়ক পাকা করছে‌।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।