কেজি দরে বিক্রি হবে বিলাসবহুল ১২১টি গাড়ি

চট্টগ্রাম প্রতিনিধি

রেঞ্জ রোভার, ল্যান্ডক্রুজার কিংবা বিএমডব্লিউর মতো মূল্যবান বিলাসবহুল এমন ১২১টি গাড়ি ৯ দফা নিলামে তুলেও তা বিক্রি করতে পারেনি কাস্টমস। এরই মধ্যে ৭৫টি গাড়ি কেটে কেজি দরে বিক্রি করতে স্ক্র্যাপ করা হয়েছে। অপেক্ষায় আছে ৪৬টি। এসব গাড়ির বাইরে যেগুলো নিলামে বিক্রি হয়েছে, সেগুলোতেও মেলেনি কাঙ্ক্ষিত দর। অথচ গাড়িগুলো নিলামে তোলার আগে বাজারদর বিবেচনা করে প্রতিবারই সংরক্ষিত মূল্য নির্ধারণ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। কিন্তু এর ধারেকাছেও থাকছে না নিলামের দর। তাই বন্দরে এখনও পড়ে আছে নিলামযোগ্য ৩৯৯টি গাড়ি। এর মধ্যে দুটি গাড়ি নিলামে উঠছে আজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *