Breaking News
জানুয়ারি ২৩, ২০২৫

পোস্টারে- ব্যানার ঢাকা শহরের প্রধান সড়ক, নিরাপত্তাহীনতায় চালকরা

স্টাফ রিপোর্টার, গোবিন্দ ঘোষাল

পটুয়াখালী শহরের প্রধান প্রবেশপথ চৌরাস্তা মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবৈধভাবে স্থাপিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন শহরের সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি যানবাহন চালকদের জন্য মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় নাগরিক ও যানবাহন চালকদের অভিযোগ, এসব পোস্টার-ব্যানার রাস্তায় দৃশ্যমানতা কমিয়ে দিচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলেছে।

চৌরাস্তা মোড়টি ঢাকা-কুয়াকাটা মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করে। কিন্তু পোস্টার ও ব্যানারের কারণে চালকরা সঠিকভাবে রাস্তা ও ট্রাফিক সিগন্যাল দেখতে পাচ্ছেন না। ফলে নিয়মিত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

রিমন পরিবহনের বাস চালক ইব্রাহিম বলেন, “সমস্যা হলো, চৌরাস্তার এক পাশ থেকে অন্য পাশ চিনা যায় না। পৌরসভার উচিত পোস্টারগুলো দ্রুত সরিয়ে ফেলা।”

রিকশাচালক আবুল কালাম ও প্রাইভেট গাড়ি চালক মিরাজ শেখ একই ধরনের অভিযোগ করেছেন। তারা জানান, ব্যানার ও পোস্টারের কারণে রাস্তার অন্য পাশ দেখা যায় না, যা হঠাৎ দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়।

বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর পটুয়াখালী পৌরসভার প্রশাসক জুয়েল রানা প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “যেহেতু অবগত হলাম কোন কাল ক্ষেপণ না করে খুবই দ্রুত পৌর বিধিমালা যেভাবে আছে সেই অনুযায়ী পটুয়াখালী পৌরসভার সৌন্দর্য বৃদ্ধি করনে যতাযত পদক্ষেপ গ্রহণ করব।”

নাগরিকরা দ্রুত এই সমস্যার সমাধান চান এবং তারা আশা করছেন, পোস্টার-ব্যানার অপসারণ হলে যানজট কমবে এবং দুর্ঘটনার ঝুঁকিও হ্রাস পাবে। পৌরসভা কর্তৃপক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে শহরবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।