Breaking News
জানুয়ারি ২২, ২০২৫

ইসলামিক ফাউন্ডেশনের বই মেলা বানচালের তৎপরতারপ্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ দক্ষিণ চত্বরে অনুষ্ঠিতব্য মাসব্যাপী ইসলামিক বই মেলা কুচক্রি মহলের বানচালের প্রতিবাদে আজ বুধবার বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বায়তুল মোকাররম ইসলামী পুস্তক ব্যবসায়ী কমিটির উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বায়তুল মোকাররম ইসলামী পুস্তক ব্যবসায়ী কমিটির ক্ষুদ্র ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, বই মেলা বন্ধ হওয়ায় মেলায় অংশগ্রহণকারী ১২০টি প্রকাশনী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বলেন, যাদের কারণে এই বই মেলা বন্ধ হওযার পথে তথাকথিত বিশেষ মতাদর্শিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সেইসাথে পক্ষকাল ব্যাপী সীরাত মাহফিল বন্ধ এবং ধর্ম উপদেষ্টাকে অপমান করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে বলেও তারা মনে করেন। ধর্ম উপদেষ্টা একজন বড় আলেম ও স্কলার। তাকে অবমাননা করে একটি সন্ত্রাসী মহল ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্রাদার্স পাবলিকেশন্স এর মালিক মুহাম্মদ ফখরুল ইসলাম। বক্তব্য রাখেন, শাহাদাত লাইব্রেরীর মালিক শাহাদাত হোসেন প্রধানিয়া, ফরিদ বুক ডিপোর প্রকাশক মুহাম্মদ উজ্জল, এমদাদিয়া বুক হাউজের মালিক মো. জাহিদ, মেধা পাবলিকশন্স এর প্রকাশক মো. আতাউর রহমান সুমন, ছালেহা প্রকাশনীর আলহাজ্ব মো. মাহবুবুর রহমান, মীনা বুক হাউজ-এর মোহাম্মদ আলী, নূরানী এমদাদিয়া লাইব্রেরীর মো. নুর আলম।
নেতৃবৃন্দ বলেন, বিগত ৪০ বছর যাবৎ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ প্রাঙ্গণে বই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছরও দক্ষিণ গেটে মেলার প্রস্তুতি নিয়ে কাজ সম্পন্ন হয়। কিন্তু একটি কুচক্রি মহলের কারণে বই মেলা অনিশ্চিত হয়ে পড়ে। ইসলামিক ফাউন্ডেশনের সিডিউল অনুযায়ী বই মেলা দক্ষিণ প্রাঙ্গণেই হতে হবে। এর বিকল্প পুস্তক ব্যবসায়ীগণ মানবে না। তারা বলেন, প্রয়োজনে পুস্তক ব্যবসায়ীদের ক্ষতিপুরণে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।