Breaking News
জুলাই ২১, ২০২৫

আজ কঠোর নিরাপত্তা র মধ্যে ভারতের জম্বু ও কাশ্মীরের বিধান সভার প্রথম দফায় ভোট শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ 10 বছর পর ভারতের জম্বু ও কাশ্মীরের প্রথম দফায় ভোট শুরু হয়েছে সকাল থেকে। এখন পর্যন্ত যা খবর তাতে প্রায় 33, শতাংশ ভোট পড়েছে বিভিন্ন যায়গায়।আজ মোট আটটি আসনের ভোট পর্ব শুরু হয়েছে।মোট ভোটার সংখ্যা 2327580,জন। তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 117642,জন এবং মহিলা ভোটারের সংখ্যা 1151058,জন। এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা 60,জন।মোট 3276,টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।মোট 14, প্লাটুন কমান্ডার ও জম্বু ও কাশ্মীরের পুলিশ ভোট গ্রহণ কেন্দ্র এ পাহারায় রয়েছে।গত 2019, সালে জম্বু ও কাশ্মীরের বিধান সভা র আইনি ক্ষমতা ভেঙ্গে দিয়ে কেন্দ্রীয় সরকার 3780,ধারা প্রয়োগ করে। এবং শেষ ভারতের জম্বু ও কাশ্মীরের বিধান সভার ভোট হয় 2014, সালের শেষের দিকে। তার পর রাস্ট্রপতি শাসন ব্যবস্থা কায়েম হয়। তার পর থেকে সেখানে ভারতের সামরিক বাহিনীর সদস্যরা নিরাপত্তা র ভার নেয়। এবং তাদের সাহায্য করে জম্বু ও কাশ্মীরের পুলিশ বাহিনী। বহু রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।মারা যায় বহু সংখ্যক মানুষ ও সামরিক বাহিনীর সদস্যরা। সেই সঙ্গে সেনাবাহিনী হাতে মারা যায় কয়েক শত জঙ্গি। রাজনীতি মহলে প্রশ্ন উঠে কবে তাহলে জম্বু ও কাশ্মীরের বিধান সভার নির্বাচন শুরু হবে।সব জল্পনা কল্পনা শেষ করে আজ ভারতের জম্বু ও কাশ্মীরের বিধান সভার প্রথম দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে।এর পর আগামী 25, সেপ্টেম্বর এবং 1 লা অক্টোবর শেষ দফার ভোট হবে। ভোট গননা করা হবে আগামী 4 ই অক্টোবর। এবার জম্বু ও কাশ্মীরের বিধান সভার নির্বাচনে অংশ নিয়েছে ভারতের জাতীয় কংগ্রেস ও বিজেপি এবং ফারুক আবদুল্লাহ ন্যাশনাল কনফারেন্স এবং মুফতি মেহবুবা র দল পি ডি পি সহ অন্যান্য আঞ্চলিক রাজনৈতিক দল। ভারতের জম্বু ও কাশ্মীরের বিধান সভার ক্ষমতা কে দখল করতে চলেছে তার জন্য অপেক্ষা করতে হবে আগামী 4 অক্টোবর পর্যন্ত।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *