Breaking News
জানুয়ারি ২৩, ২০২৫

আতিকুল ইসলাম সুজন পায়ের পাতার জয়েন্ট ভেঙ্গে হাসপাতালে, বিএনপি নেতৃবৃন্দের সমবেদনা

পটুয়াখালী প্রতিনিধিঃ

বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বরিশাল বিভাগীয় শোভাযাত্রায় অংশগ্রহণ শেষে পটুয়াখালী জেলা যুবদলের প্রচার সম্পাদক আতিকুল ইসলাম সুজন পটুয়াখালীতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হেঁটে যাওয়ার সময় পা ফসকে পড়ে গিয়ে তার পায়ের পাতার জয়েন্ট ভেঙ্গে যায়।

আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

আতিকুল ইসলাম সুজনের বাসভবনে তাকে দেখতে আসেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য-সচিব স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোস্তাক আহাম্মেদ পিনু, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা তার চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

আতিকুল ইসলাম সুজন বর্তমানে তার বাসভবনে বিশ্রামে রয়েছেন এবং শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসাধীন রয়েছেন। নেতৃবৃন্দ ও দলের কর্মীরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।